চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

স্থানীয় নির্বাচনে যুবকদের ইশতেহার নিয়ে সংলাপ

২৩ অক্টোবর, ২০১৯ | ২:৩৬ পূর্বাহ্ণ

স্থানীয় নির্বাচনে যুব ইশতেহারে অন্তর্ভুক্তিকরণ বিষয়ে চট্টগ্রামে সংলাপ অনুষ্ঠিত হযেছে। মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা একশন এইড ও ইপসার যৌথ আয়োজনে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলররা সিটি কর্পোরেশন নির্বাচনে যুবদের ভাবনার বিষয়গুলো নিয়ে কাজ করবেন বলে জানান। অনুষ্ঠানে উপস্থিত যুব প্রতিনিধিরা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও শ্রমিকদের অধিকার, স্বাস্থ্য ও যৌন প্রজনন, রাজনৈতিক অঙ্গনে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ, ক্রীড়া ও সাংস্কৃতিক অধিকার এবং তথ্যপ্রযুক্তি ও পরিবেশ সুরক্ষাসহ বেশ কিছু পরামর্শ তুলে ধরলে এসব পরামর্শ মাথায় রেখে তারা আগামীতে কাজ করবেন বলেও জানান।

ইপসার প্রোগ্রাম ম্যানেজার ফারহানা ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী মাহমুদ হাছনি , কাউন্সিলর গিয়াস উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, মোবারক আলী, মোরশেদ আলম, গোলাম মোহাম্মদ জোবায়ের, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা বেগম ও ফারজানা পারভীন উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট