চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

দুই বখাটে গ্রেপ্তার স্কুলছাত্রীকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা মিরসরাইয়ে

২৩ অক্টোবর, ২০১৯ | ২:৩৬ পূর্বাহ্ণ

মিরসরাইয়ে বন্ধুর সাথে এক স্কুল ছাত্রীর যুগল ছবি তুলে ফেসবুকে ছাড়ার হুমকি দিয়ে প্রতারণার চেষ্টা করে দুই বখাটে। অবশেষে ওই ছাত্রীর পরিবারের অভিযোগে পেয়ে প্রতারক মমিন ও নাজিমকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে মিরসরাই পৌরসভা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী সম্প্রতি নিজের এক সহপাঠী ছেলেকে নিয়ে ঘুরতে যায় স্থানীয় রেলক্রসিং এলাকায়। সেখানে তাদের দেখতে পায় স্থানীয় উত্তর আমবাড়ীয় এলাকার আবু তৈয়বের বখাটে ছেলে নাজিম (২৪) ও আবুল হাশেমের বখাটে ছেলে মমিন (১৯)। পরে তারা ওই ছাত্রীর মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে সহপাঠীর সাথে তোলা যুগল ছবি ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিতে থাকে। ফোনে তারা ওই ছাত্রীকে ছবি ডিলেট করার শর্তে মোটা অংকের টাকাও দাবি করে। পরে ঘটনাটি পরিবারের লোকজনকে জানালে মঙ্গলবার থানায় এসে ছাত্রীর মা বাদি হয়ে একটি চাঁদাবাজী মামলা দায়ের করে। ওই মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে ওইদিন বিকালে পৌরসভা এলাকা থেকে দুই বখাটেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ পূর্বকোণকে জানান, ভুক্তভোগী ছাত্রীর মা বাদি হয়ে থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছেন। প্রতারণা ও চাঁদাবাজীর চেষ্টার অভিযোগে বখাটে নাজিম ও মমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট