চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাজালিয়ায় সন্ত্রাসবিরোধী সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, সাতকানিয়া

২৩ অক্টোবর, ২০১৯ | ১:৩০ পূর্বাহ্ণ

সাতকানিয়ার বাজালিয়ায় গত শুক্রবার বিকালে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন সাতকানিয়া থানা প্রশাসনের লোকও।

জানা যায়, সাতকানিয়ায় চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসেবন দিন দিন বৃদ্ধি পাচ্ছে আশংকাজনক হারে। স্থানীয় সচেতন ব্যক্তিরা এসব অপরাধে যুক্তদের বাধা দিলেই তাদের ওপর চলছে নানা ধরনের নির্যাতন ও জুলুম। শান্তির জনপদ বাজালিয়া দিন দিন অপরাধীদের অভয়ারণ্য হয়ে ওঠায় তা থেকে পরিত্রাণ পেতে এ সমাবেশ আয়োজিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার। প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সালাউদ্দীন হাসান চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সালাউদ্দীন শাহরিয়ার চৌধুরী। বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউ.পি সদস্য সামশুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক লায়ন শহিদুল্লাহ চৌধুরী, মহানগর যুবলীগ নেতা প্রশান্ত চৌধুরী যিশু, বোমাংহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলী, এডভোকেট শোয়েব আলী চৌধুরী, আনিসুর রহমান সিকদার, রফিকুল ইসলাম চৌধুরী, মাষ্টার জালাল আহমদ ও রকিব উদ্দীন রকিব।

সমাবেশের সভাপতি রফিক আহমদ চৌধুরী বলেন, বিগত সাড়ে ৩ বছর ধরে বাজালিয়ায় মাদক বিস্তার লাভ করেছে। এরপর থেকে চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে বাজালিয়া দিন দিন অশান্ত হয়ে উঠছে। এ থেকে মুক্তি পেতে বাজালিয়াবাসীর উদ্যোগে আমরা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। বাজালিয়াকে সকল ধরনের অপরাধমূলক কর্মকা- থেকে মুক্ত রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করছি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিউল কবীর বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট