চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়িতে আইন-শৃঙ্খলা সভা

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

২৩ অক্টোবর, ২০১৯ | ১:৩০ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব বলেছেন, ভোলার বোরহান উদ্দিনের ঘটনা নিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে তৃতীয় পক্ষ মাঠে নেমেছে। তাদের থেকে শান্তিপ্রিয় ফটিকছড়িবাসীকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, একটি মহল বারবার চেষ্টা করছে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। কিন্ত আমরা ফটিকছড়িবাসী শান্তিতে আছি শান্তিতে থাকতে চাই। কেউ যাতে ফটিকছড়িতে অশান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ভোলার ঘটনার প্রেক্ষিতে গত ২১ অক্টোবর ফটিকছড়ি উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ফটিকছড়ির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন ও এসএম সিরাজউদদৌলা, ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার, ভুজপুর থানার ওসি (তদন্ত) মো. শফিক, লেলাং ইউপি চেয়ারম্যান সরোরয়ার উদ্দিন চৌধুরী শাহীন, মাদ্রাসা সুপার মাওলানা সাইফুর রহমান ফারুকী, মাওলানা নুরুল আলম, মাওলানা আব্দুস সালাম শরীফি প্রমুখ ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট