চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে আইনশৃংখলা বিষয়ে মতবিনিময় সভা সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, টেকনাফ

২৩ অক্টোবর, ২০১৯ | ১:২৯ পূর্বাহ্ণ

টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার শামলাপুর বাজারস্থ মহিলা মার্কেট চত্বরে আইনশৃংখলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৮ অক্টোবর।

শামলাপুর বাজার বহুমুখী ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে সভায় বক্তব্য রাখেন ওসি রফিক উল্লাহ, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দিন, বাহারছড়া তদন্ত কেন্দ্রের আইসি আনোয়ার হোসেন, শামলাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল্লাহ কোম্পানী, শামলাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ও শামলাপুর বাজার বহুমুখী ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মাস্টার এমএ মনজুর প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে চিহ্নিত কিছু ব্যক্তির অপতৎপরতায় সুনাম ক্ষুণœ হচ্ছে। এদেরকে কঠোর হস্তে দমন করা না হলে বাজারকেন্দ্রিক শান্তিভঙ্গ ও আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হতে পারে। এ ব্যাপারে আইনশৃংখলা বাহিনীর পক্ষে কঠোর হুশিয়ারী দেয়া হয়েছে। সেসাথে যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী সদাসর্বদা প্রস্তুত রয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট