চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ডাক্তারের চেম্বার ভাঙার ঘটনা

সড়ক বিভাগ ৬ মাসেও নোটিসের জবাব দেয়নি

নিজস্ব সংবাদদাতা ম পটিয়া

২৩ অক্টোবর, ২০১৯ | ১:২৯ পূর্বাহ্ণ

বিনা নোটিসে পটিয়ার ডাকবাংলো এলাকায় হৃদরোগ বিশেষজ্ঞের চেম্বার ভবন ভাঙার ঘটনায় আদালতের কারণ দর্শানোর নোটিসের জবাব ছয় মাসেও দেয়নি সংশ্লিষ্ট বিভাগ। জানা গেছে, পটিয়া বিওসি সড়ক সম্প্রসারণের নামে ডাকবাংলোর মোড় এলাকায় বিনা নোটিশে ডা. এ কে এম নাছির উদ্দিনের চেম্বার ভবনের কিছু অংশ ও গাড়ির গ্যারেজ ভাঙচুর করার কারণে গত ২৮ এপ্রিল পটিয়া যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালতের বিচারক মোহাম্মদ আবদুল কাদের ভাঙার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি ও সড়ক বিভাগকে শোকজ করেছিলেন।

তাতে সড়ক বিভাগকে ৩ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়। কিন্তু এরই মধ্যে প্রায় ৬ মাস পার হলেও এখনো শোকজের জবাব দেয়নি সড়ক বিভাগ। মামলাটি পরিচালনা করেন প্রবীণ আইনজীবী এ কে এম শাহাজান উদ্দিন ও তানজিনা জাহান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট