চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

অপহরণের এক সপ্তাহ পর অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০১৯ | ৪:১৩ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অপহরণের এক সপ্তাহ পর অপহৃত কলেজ ছাত্রী পপি পালকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় অপহরণের সাথে জড়িত রায়হান নামের এক যুবককেও।

গ্রেপ্তার রায়হান একই এলাকার আবদুস শুক্কুরের ছেলে।

সোমবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট থেকে অপহ্ত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

পপি পাল শহরের মধ্যম কুতুবদিয়া পাড়ার সোনারাম পালের কন্যা ও কক্সবাজার সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

ডিবি পুলিশের ওসি মানস বড়ুয়া বলেন, প্রতিদিনের মতো কক্সবাজার শহরের বার্মিজ স্কুল এলাকা থেকে প্রাইভেট পড়ে ১৪ অক্টোবর বিকেল ৩টায় মধ্যম কুতুবদিয়া পাড়া নিজ বাড়িতে ফেরার পথে সমুদ্র সৈকতের ডায়বেটিক এলাকা থেকে কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়। ওইদিন বিকেলে তার বাবা সোনারাম পাল বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। রায়হান নামে এক যুব তার সহযোগীদের নিয়ে সিএনজিচালিত অটোরিক্সা যোগে পলিকে অপহরণ করে বলে মামলায় উল্লেখ করা হয়।’ সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাত ৮টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট থেকে অপহ্ত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী রায়হানকেও আটক করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট