চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

৬ মাস জেলে থেকেও চাকরিতে লামায় প্রাইমারি স্কুলের দপ্তরী

২২ অক্টোবর, ২০১৯ | ২:২৬ পূর্বাহ্ণ

লামা উপজেলার ‘রুপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ দপ্তরী কাম প্রহরী মো. তাজুল ইসলাম পলাশ (৩৪) বড় ধরনের হেরোইনের চালানসহ ডিএমপি পুলিশের রূপনগর থানায় আটক হয়ে গত ৬ মাস ধরে জেল হাজতে রয়েছে। এদিকে মাদকদ্রব্যসহ আটক হয়ে ৬ মাস ধরে জেল হাজতে থাকার পরেও তার কর্মস্থল রুপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে বহাল তবিয়তে। সরকারি চাকরি বিধিমালা লঙ্গন করে স্কুলের কর্তৃপক্ষ ও লামা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অভিযুক্তের বিষয়ে এখনো কোন পদক্ষেপ গ্রহণ করেনি। সে লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের রুপসী বাজার পাড়ার মুক্তিযোদ্ধা মৃত গোলাম রব্বানীর ছেলে। রূপনগর থানা সূত্রে জানা যায়, ডিএমপি পুলিশের পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ শামীম ও রূপনগর থানার অফিসার ইনচার্জ শেখ মো. শাহ্ আলম এর নেতৃত্বে গত ৩ এপ্রিল বুধবার রাজধানী ঢাকার রূপনগর থানাধীন শিয়ালবাড়ি মোড়স্থ বড় ধরনের হেরোইন চালানসহ পুলিশ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের কাছ থেকে ১৬২০ পুরিয়া হেরোইন (যার মূল্য ৩ লক্ষ ২৪ হাজার টাকা) পাওয়া যায়। এ বিষয়ে রূপনগর থানার এএসআই মো. হাসানুর রহমান বাদি হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ) ধারায় মামলা রুজু করে। মামলা নং- ০৪/৭১, তারিখ- ৩ এপ্রিল ২০১৯ইং। মামলায় লামার রুপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মো. তাজুল ইসলাম পলাশ ১নং আসামি করা হয়। এছাড়া কুষ্টিয়ার মো. রতন শেখ ও বরিশালের মো. বিল্লাল নামে আরো ২জনকে আসামি করা হয়েছে।

রুপসীপাড়া স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মো. সাখাওয়াতুল ইসলাম বলেন, দপ্তরী মো. তাজুল ইসলাম পলাশের কর্মস্থলে অনুপস্থিত, নানা অপকর্ম ও চাকুরী হতে অব্যাহতি দিতে গত ১২ মার্চ উপজেলা শিক্ষা অফিসকে লিখিত ভাবে জানানো হয়েছে। গত ৮ জানুয়ারি হতে সে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। জানা মতে সে মাদক মামলায় গত ৬ মাস ধরে জেল হাজতে রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মুবিন বলেন, স্কুলে অনুপস্থিত থাকার বিষয়ে তাকে তিনবার কৈফিয়ত তলবসহ ব্যাখ্যা প্রদানের জন্য নোটিস দেয়া হয়েছে। সে নোটিসের কোন উত্তর দেয়নি। এ বিষয়ে লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী বলেন, সর্বশেষ গত ২৯ মে রুপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মো. তাজুল ইসলাম পলাশকে অনুপস্থিতির জন্য পুণঃ ব্যাখ্যা দাখিল প্রসঙ্গে নোটিস দেয়া হয়েছে। শীঘ্রই আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট