চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

উত্তর পাহাড়তলী ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতা সভা

২২ অক্টোবর, ২০১৯ | ১:৫০ পূর্বাহ্ণ

৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. জহুরুল আলম জসিম বলেছেন, ডেঙ্গু হতে জনসাধারণকে রক্ষা পেতে হলে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে ফুলের বাগানের টব ও গাড়ির গ্যারেজসহ নালা নর্দমা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার প্রজনন স্থানসমূহ পরিস্কার রাখতে হবে। বর্তমান সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের ঘোষিত গ্রিন ও ক্লিন সিটির গড়তে নগরীকে জলাবদ্ধতা মুক্ত করতে ব্যাপক বাস্তবমুখী পদক্ষেপ বাস্তবায়ন করেছে এবং সফলও হয়েছে। গত ২০ অক্টোবর ওয়ার্ডের কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে ডেঙ্গু সচেতনতা বিষয়ক আলোচনা সভা, র‌্যালি ও মশক নিধন ক্রাশ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা। প্রধান বক্তা ছিলেন সহকারী সিভিল সার্জন ডা. মামুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান ছিদ্দিকী, চসিক পরিছন্ন কর্মকর্তা মো. হাসান রশিদ, রুবেল কুমার শীল, বাবলু দে। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন, মোশারফ হোসেন, মো. ইকবাল হোসেন, মফিজুর রহমান, মো. এমরান মিয়া প্রমুখ। এসময় জনসাধারণের মাঝে প্রচারপত্র বিলি করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট