চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সূর্যগিরি আশ্রম নেতৃবৃন্দের সাথে সাক্ষাতকালে ড. আরেফিন

বই পড়ার অভ্যাসই পারে আমাদের প্রাণবন্ত রাখতে

২২ অক্টোবর, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

বই পড়ার অভ্যাসই পারে আমাদেরকে প্রাণবন্ত রাখতে। প্রাণবন্ত আমরা তখনই হই যখন আমাদের মাঝে আত্মবিশ্বাস থাকে, বিশ্লেষণ ক্ষমতা থাকে, কল্পনা শক্তি ও সৃজনশীলতা থাকে। আর আমরা বই যখন পড়ি তখন এই মানসিক শক্তিগুলো পেয়ে থাকি। আমাদের সারাদিনের মানসিক ক্লান্তি থেকে রেহাই দিতে মুহুর্তের মধ্যেই একটি বই পারে আমাদের এক অজানা জগতে পাড়ি জমাতে। আর বিশ্বঅলি শাহানশাহ জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্ট থেকে প্রকাশিত বইসমূহ জাগতিক মুক্তির পথকে সুগম করে। এই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন মাইজভা-ারী ট্রাস্ট্রের ম্যানেজিং ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা হযরত আলহাজ সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভা-ারী (ম.জি.আ.)।

নগরীর জেলা পরিষদ মিলনায়তনে মাইজভা-ারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সাথে সৌজন্যে সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক হযরত জিয়াউল হক মাইজভা-ারী ট্রাষ্ট কর্তৃক প্রকাশিত গবেষণামূলক প্রসপেক্টর, বই, হযরত জিয়াউল হক মাইজভা-ারীর জীবনী শরীফ বইগুলি দেওয়ার প্রাক্কালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প-িত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সাধারণ সম্পাদক রুবেল শীল, নির্বাহী সদস্য বরুণ কুমার আচার্য বলাই, গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, এ কে জাহেদ চৌধুরী, মোহনা টিভি চট্টগ্রাম ব্যুরো ডিভিশনাল ডেপুটি চিফ (ডিএমডি) আলী আহমেদ শাহীন, ফুলকলি ফুড প্রোডাক্টস লি. জিএম এম.এ সবুর, সংগঠক দিদার আশরাফী, বঙ্গবন্ধু একাডেমির সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী মোহাম্মদ আয়ূব প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট