চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হাটহাজারীতে ক্যাবের মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা, হাটহাজারী

২২ অক্টোবর, ২০১৯ | ১২:৫৪ পূর্বাহ্ণ

কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) হাটহাজারী শাখার উদ্যোগে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার সকালে।

হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। ক্যাব হাটহাজারী শাখার সভাপতি ন ম জিয়াাউল হক চৌধুরীর সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসানুজ্জমান। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারারম্যান শামীমা আফরিন মুক্তা, ক্যাব বিভাগীয় সা. সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, দক্ষিণ জেলা সভাপতি আব্দুল মান্নান ও উত্তর জেলা মহিলা আ. লীগের সা. সম্পাদক এডভোকেট বাসন্তী প্রভা পালিত। সহ-সভাপতি আহসান আরিফ চৌধুরী জুয়েল ও যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম নোবেলের যৌথ সঞ্চালনায় আলোচক ছিলেন ক্যাব ইয়ুথ গ্রুপ সভাপতি চৌধুরী কে এন এম রিয়াদ, জাগৃতির সভাপতি এডভোকেট মো. জামাল উদ্দিন, জাগরনের সভাপতি মো. খায়রুন্নবী, সেলিম সাজ্জাদ, মো. শাহ আলম, মাওলানা মীর ইদ্রিস, মোহাম্মদ এনাম, মোহাম্মদ সেলিম প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট