চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

দন্ত চিকিৎসকের কাছে মিলল ৪ হাজার ইয়াবা

২১ অক্টোবর, ২০১৯ | ২:১৮ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলাধীন শাহ আমানত সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এক দন্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত ১৯ অক্টোবর বিকেলে উপজেলার টোল প্লাজা এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা বাসে তল্লাশি চালিয়ে কুমার গৌরব কর (৩৬) নামের ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। কুমার গৌরব কর ঢাকা কাফরুলের ইব্রাহিমপুর এলাকার যোগেশ চন্দ্র করের ছেলে। এ সময় ওই চিকিৎসকের কাছে তিন হাজার নয় শত ৪৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে মামলা দায়ের করে তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করে র‌্যাব। র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় বাসে তল্লাশিকালে কক্সবাজার থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের একটি বাস থেকে নেমে পালানোর চেষ্টা চালালে কুমার গৌরব করকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে তিন হাজার নয় শত ৪৫ পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় বিক্রি করার কথা স্বীকার করেছেন কুমার গৌরব কর। ইয়াবা ব্যবসার সুবিধার জন্য চিকিৎসক হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে ঢাকা থেকে এসে কক্সবাজার সদরের বার্মিজ মার্কেট এলাকায় একটি চেম্বার খুলেন বিডিএস ডিগ্রিধারী এই চিকিৎসক।
কর্ণফুলী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. ইসমাইল হোসেন দৈনিক পূর্বকোণকে বলেন, ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক চিকিৎসকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট