চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

অনলাইন ডিজিটাল শপিংয়ের অনুষ্ঠানে মেয়র

উন্নত রাষ্ট্রগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে

২১ অক্টোবর, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

নগরীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন-ডিজিটাল শপিং এর প্রতিষ্ঠান বাজার টুয়েন্টি ফোর ডট বীজ লিমিটেডের কার্যক্রম। চট্টগ্রামের জিইসি মোড় বিএমএ অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের চট্টগ্রাম বিভাগীয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে মেয়র বলেন, দেশ স্বাধীন হয়েছে বলে আজ আমরা এই ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। বিশে^র উন্নত সব রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। আজ অনলাইনে ঘরে বসে অর্ডার দিলে ঘরে বসেই পছন্দের পণ্যটা পেয়ে যাচ্ছে। এটা সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশের কারণে। এর আগে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান’র উপহার ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের কপি মেয়রের হাতে তুলে দেন প্রতিষ্ঠানের সিইও ডা. শফিকুর রহমান। এছাড়া প্রধানমন্ত্রীকে নিয়ে ড. কাজী এরতেজা হাসান’র লিখা বই “জননেত্রীর ধর্ম ও চিন্তা”, ক্রেস্ট এবং প্রতিষ্ঠানটির নিজস্ব উৎপাদিত পন্য তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই-সুপার শপিং বাজার টুয়েন্টি ফোর ডট বীজ লিমিটেডের স্বত্তাধিকারী রুম্মান সিকদার। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মহিসন খান প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট