চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আর কতো রক্ত ঝরলে প্রশাসনের ঘুম ভাঙ্গবে

২১ অক্টোবর, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

গত ১৯ অক্টোবর রাতে বাসায় ফেরার পথে ২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ পারভেজ তারেকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার বিকালে নগরীর টেক্সটাইল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে তারা গেইট, শেরশাহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেরশাহ চত্ত্বরে এক সমাবেশে মিলিত হয়।২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফজলে রাব্বির সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর মহানগর ছাত্রলীগের সদস্য নুরুল হক মনির, নগর ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেন, বেলাল উদ্দিন, আনিসুল ইসলাম সাজিদ, ইমন সরকার, ইয়াসিন আরাফাত বাপ্পী, শেখ রাকেশ উদ্দিন, মহিউল আলম, জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি নূরে আলম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব রেজা। বক্তারা বলেন শেরশাহ এলাকায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী গ্যারেজ শফি-কানা কুদ্দুস-খুনি সাদ্দাম গংদের একটি চক্র রয়েছে, যারা প্রতিনিয়ত এলাকায় মাদক, ছিনতাই ও চাঁদাবাজি করে এলাকার মানুষকে অতিষ্ঠ করে তোলে। এদের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করে তাদের উপর তারা নির্মম পৈশাচিক হামলা চালিয়ে তাদের কণ্ঠরোধ করে শেরশাহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন, রবিউল আলম, শেখ রাকেশ উদ্দিন, মহিউল আলম, শাহাদাত হোসেন শুভ, আরমান রিফাত, চট্টগ্রাম পলিটেকনিক ছাত্র সংসদের ভিপি কাম্বার হোসেন রকি, ছাত্রলীগের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক শওকত ওসমান সজিব, জিএস শাহাদাত ওমর, ২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আরিফুল মোস্তফা রাকিব, সাংগঠনিক সম্পাদক ইসমাইল খান আবির, আইন সম্পাদক আরিফুল ইসলাম রাব্বী, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এমরান আশিক, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সুমন, সমাজসেবা সম্পাদক রবিউল ইসলাম সহ বায়েজিদ থানা ও জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট