চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আগামীকাল শিল্পকলায় ময়ুখ চৌধুরীর জন্মদিনে ‘অনিদ্রার কারুকাজ ’

২১ অক্টোবর, ২০১৯ | ১:৪৩ পূর্বাহ্ণ

বাংলা কাব্য জগতের প্রচার বিমুখ ও মেধাবী কবি ময়ূখ চৌধুরী। তিনি একাধারে সাহিত্যিক, সমকালীন গদ্যশিল্পী এবং সদ্য অবসরে যাওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ১৯৫০ সালের ২২ অক্টোবর দক্ষিণ নালাপাড়ায় জন্মগ্রহণ করেন। বাংলা কাব্যের গতি প্রকৃতিতে উনিশ শতকের নবচেতনা এবং রবীন্দ্রনাথের ছোট গল্পের আখ্যান নিয়ে তাঁর মৌলিক গবেষণা। কবির জন্মদিন উপলক্ষে নরেন আবৃত্তি একাডেমি আগামী ২২ অক্টোবর সন্ধ্যে ৬টায় জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে আয়োজন করেছে তার সৃষ্টি কর্ম নিয়ে অনুষ্ঠান ‘অনিদ্রার কারুকাজ ’। একক আবৃত্তি, দ্বৈত আবৃত্তি, শিশু শিল্পীদের বৃন্দ আবৃত্তি, কবিতার কোরিওগ্রাফি, কবিতার দৃশ্যায়ন এবং সঙ্গীত পরিবেশনা। প্রধান অতিথি থাকবেন টেলিভিশন চট্টগ্রামের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য। এছাড়া অতিথি হিসেবে থাকবেন কবি বিশ্বজিৎ চৌধুরী এবং অনুভূতি ব্যক্ত করবেন কবি ময়ূখ চৌধুরী। আবৃত্তি পরিবেশন করবেন উত্তরায়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠনের শিল্পীবৃন্দ। অনুষ্ঠান পরিকল্পনায় মিশফাক রাসেল, আবহ সঙ্গীত দিদারুল আলম এবং শিল্প নির্দেশনায় শিল্পী আজিজুল কদির।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট