চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চিটাগাং রোটারী ও রোটার‌্যাক্ট ক্লাবের হাত ধোয়া দিবস পালন

২১ অক্টোবর, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগং এর উদ্যোগে এবং রোটারী ক্লাব অব চিটাগাং এর সহযোগিতায় ১১টি দেশের সাথে একই সময়ে হাত ধোয়া দিবস পালন করা হয় নগরীস্থ চন্দনপুরা এমদাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি রোটারিয়ান মুহাম্মদ মুসলিম এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের অধ্যাপক রোটারিয়ান ডা. মাহমুদ এ চৌধুরী আরজু। বক্তারা বলেন, আমাদেরকে রোগ-জীবাণু থেকে বাঁচতে হলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং খাওয়ার আগে পরে ও শৌচ কাজ সম্পাদনের পরে ভালোভাবে সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে। প্রায় ২৫০ জন প্রাথমিক শিক্ষার্থীর মাঝে হাত ধোয়ার সঠিক পদ্ধতি শিখিয়ে দেন ডাক্তার মাহমুদ এ চৌধুরী আরজু। পরে শিশুদের মাঝে সাবান, হ্যান্ডওয়াশ এবং চকলেট বিতরণ করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগং এর সভাপতি রোটার‌্যাক্টর শাহাদাত হোসেন মুন্না, সাবেক সভাপতি রোটার‌্যাক্টর শফিকুল ইসলাম রিফাত, সহ-সভাপতি রোটার‌্যাক্টর আনিসুল ইসলাম রিয়াদ, সচিব রোটার‌্যাক্টর আজাদ খান সহ অন্যান্য রোটার‌্যাক্টররা।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট