চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নাগরিক বার্তার প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা

জাতির সোনালী দিনের ইতিহাস বর্তমান প্রজন্মের নিকট তুলে ধরুন

২১ অক্টোবর, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

নাগরিক বার্তার প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জাতির সোনালী দিনের ইতিহাস বর্তমান প্রজন্মের নিকট তুলে ধরুন। যে কোন জাতির অতীত ইতিহাসের ভিত্তির উপর সে জাতির বর্তমান ও ভবিষ্যৎ নির্মিত হয়। যে জাতির ইতিহাস যত সমৃদ্ধ, সে জাতির ভিত্তি হয় তত মজবুত।

গত ১৮ অক্টোবর আদর্শ নাগরিক ফোরামের ব্যবস্থাপনায় স্থানীয় স্টেশন রোডস্থ রফিক মঞ্জিলে আয়োজিত নাগরিক বার্তার প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ‘পিপলস ভিউ’ সম্পাদক ওসমান গণি মনছুর। এডভোকেট নূমান আসকারী দীদারের পরিচালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক লায়ন শামসুদ্দীন আহমদ সিদ্দিকী। এতে প্রধান আলোচক ছিলেন আল-ঈমান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবদুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন নাগরিক বার্তা সম্পাদক এম ওসমান গণি। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘সাপ্তাহিক পটিয়া’ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী, আদর্শ নাগরিক ফোরামের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইউম, সাংগঠনিক সম্পাদক সাঈদা বেগম, অর্থ সম্পাদক ডা. সৈয়দ আসিফুর রহমান, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. খোরশেদুল আলম চৌধুরী, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শাহাবুদ্দীন মজুমদার, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সালমা বেগম, আনোয়ারা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল নূর চৌধুরী, ইঞ্জিনিয়ার রফিউল ইসলাম, মীর মোহাম্মদ গিয়াসুদ্দীন, সগীর আহমদ প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট