চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জাল খতিয়ানে ভোটার রামুতে দুই ব্যক্তিকে অর্থদ-

২১ অক্টোবর, ২০১৯ | ১:১৪ পূর্বাহ্ণ

রামুতে খতিয়ান জালিয়াতির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার দুপুরে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মোহাম্মদ জসিম উদ্দিন ও আনোয়ার হোছাইন নামে দু’ ব্যক্তি হালনাগাদ ভোটার তালিকার চূড়ান্ত কার্যক্রমে ছবি তুলতে আসেন। এ সময় তাদের প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে জমির খতিয়ানের কপি জাল সন্দেহ করা হলে তাদের আটক করা হয়। পরে আটক মোহাম্মদ জসিম ও আনোয়ার হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা করে অর্থদ- দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাইথোইহ্লা চৌধুরী। দ-াদেশপ্রাপ্ত মোহাম্মদ জসিম উদ্দিন (২৫) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ফকিরার মুরা এলাকার মিয়া হোছনের ছেলে ও আনোয়ার হোছাইন একই ইউনিয়নের আসমার ঘোনা এলাকার মো. ছালামের ছেলে (১৮)।

জানা গেছে, শনিবার সকাল থেকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে হালনাগাদ ভোটার তালিকার চূড়ান্ত কার্যক্রমের ছবি তোলার কাজ চলছিল। দুপুরে ছবি তুলতে আসা মোহাম্মদ জসিম উদ্দিন ও আনোয়ার হোছাইন নামে দু’ ব্যক্তি জমির খতিয়ানের কপিটি জাল বলে সনাক্ত করেন হালনাগাদ ভোটার তালিকার চূড়ান্ত কার্যক্রমে নিয়োজিত গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ সময় তাদেরকে আটক করে আইনশৃংখলা বাহিনীর হাতে তোলে দেয়া হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট