চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র কৃতি সংবর্ধনায় ডা. আব্দুন নূর তুষার

সুন্দর প্রজন্মের জন্য ভবিষ্যত নির্মাণে সংস্কৃতিতে এখনই বিনিয়োগের সময়

২০ অক্টোবর, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

ভবিষ্যতকে সুন্দর করার জন্য এখনই বিনিয়োগ করার সময়। আজ সংস্কৃতিচর্চার জন্য, মানুষ হওয়ার জন্য পুরস্কৃত করা হচ্ছে।

প্রজন্মকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে, শুধুই তাই নয়, এটাই বাংলাদেশের জন্য সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। জনপ্রিয় টিভি উপস্থাপক, বিশিষ্ট সমাজকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার গত ১৭ অক্টোবর বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র উন্মুক্ত স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরীর কাতালগঞ্জস্থ নব প-িত বিহার মিলনায়তনে সংগঠনের সভাপতি পুষ্পেন বড়–য়া কাজল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়–য়া একুশে পদক প্রাপ্তিতে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সভায় উদ্বোধক ছিলেন বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ থাইল্যান্ড’র এসিস্টেন্ট সেক্রেটারী জেনারেল প্রমথ বড়–য়া। বিশেষ অতিথি ছিলেন প্রাবন্ধিক, শিল্পশৈলী সম্পাদক নেছার আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুব্রত বরণ বড়–য়া। সিজার বড়–য়া ও চান্দু বিকাশ বড়–য়ার সঞ্চালনায় সভায় সূচনা বক্তব্য রাখেন উদ্যাপন পরিষদের সচিব রাহুল বড়–য়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উদ্যাপন পরিষদের আহ্বায়ক শুভাশীষ বড়–য়া সিন্টু, বিজয় বড়–য়া বাপ্পা, শ্যামল চৌধুরী, অমরেশ বড়–য়া চৌধুরী, প্রকৌ. ঝুলেন বড়–য়া, অবিনাশ বড়–য়া, ত্রিদীপ বড়–য়া টিপু প্রমুখ। সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেন ‘ক’ বিভাগে অনন্যা বড়–য়া প্রমি (বিশুদ্ধানন্দ স্বর্ণপদক), ‘খ’ বিভাগে সাথী বড়–য়া (শুদ্ধানন্দ স্বর্ণপদক) ও ‘গ’ বিভাগে সমাপ্তি বড়–য়া (সুগতানন্দ স্বর্ণপদক)। অনুষ্ঠানে অধ্যাপক বিপ্লব বড়–য়া সম্পাদিত সংগঠনের মুখপত্র ‘অতিগ’ এর মোড়ক উন্মোচন করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট