চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এসআইবিএল’র ‘ক্যাশ ওয়াক্ফ এর তাৎপর্য’ শীর্ষক সেমিনার

২০ অক্টোবর, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড চট্টগ্রামের উদ্যোগে হোটেল আগ্রাবাদে গতকাল শনিবার ‘ক্যাশ ওয়াক্ফ এর তাৎপর্য’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পুিরচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। সেমিনারে ক্যাশ ওয়াক্ফ এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে বক্তব্য প্রদান করেন ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটির সদস্য ড. আ. ম. কাজী মুহাম্মদ হারুন উর রশীদ, শরী’আহ সুপারভাইজরী কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার প্রমুখ। সেমিনারে ইহকালনি ও পরকালীন কল্যাণে ‘ক্যাশ ওয়াক্ফ এর তাৎপর্য’ বিষয়ে মূল প্রবদ্ধ উপস্থাপন করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতীব ও ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মুফতি মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী। প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ প্রধান অতিথির বক্তৃতায় এসআইবিএল এর বিভিন্ন ইসলামী প্রোডক্ট সম্পর্কে ধারণা প্রধান করেন এবং ইহকালীন ও পরকালীন কল্যাণে ব্যাংকের ক্যাশ ওয়াক্ফ স্কীমের উপর গুরুত্বারোপ করে সবাইকে উক্ত হিসাব খুলে সেবা গ্রহণের উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট