চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইউআইটিএস’র নবীনবরণে ডিএনসিসি মেয়র

জাতি গঠনে ভূমিকা রাখছে ইউআইটিএস

২০ অক্টোবর, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

রাজধানীর বারিধারা সংলগ্ন ভাটারার মধ্য-নয়ানগরে অবস্থিত ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর শরৎকালীন সেমিস্টার ২০১৯-এর নবীনবরণ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। আধুনিক স্থাপত্যশৈলী এবং উচ্চশিক্ষার জন্য সহায়ক সকল সুযোগ-সুবিধা ও উপকরণ সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ড. সুলতান আহমেদ। প্রধান আলোচক ছিলেন ইউআইটিএস-এর প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকম-লীর মাধ্যমে প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা প্রদান করে জাতি গঠনে ভূমিকা রাখছে ‘ইউআইটিএস’। বিশেষ অতিথির বক্তৃতায় রাজউক চেয়ারম্যান ড. সুলতান আহমেদ বলেন, তোমরা আজ সবচেয়ে সৌভাগ্যবান, কারণ তোমরা হাই প্রোফাইল শিক্ষক পেয়েছ। কিন্তু তোমাদেরকে পড়তে হবে এবং শুধুই পড়তে হবে।

অনুষ্ঠানের প্রধান আলোচক সমাজ সংস্কারক সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, তোমরা যদি সাফল্যের সর্বোচ্চ শিখরে পর্দাপন করতে চাও, তাহলে তোমাদেরকে বড় বড় স্বপ্ন দেখতে হবে, কিন্তু এ স্বপ্ন ঘুমের মধ্যে দেখা স্বপ্ন নয়। এই স্বপ্ন হৃদয়ে ধারণ করতে হয়, যা বাস্তবায়ন করতে হলে ঘুমই হারাম হয়ে যায়। তাই তোমাদের কঠোর পরিশ্রমী হতে হবে। এছাড়াও আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ড. কে এম সাইফুল ইসলাম খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর অধ্যাপক ও বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ড. মোহাম্মদ কায়কোবাদ, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. মো. মাজহারুল হক, স্কুল অব বিজনেস-এর ডিন অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ এবং স্কুল অব লিবারাল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস-এর ডিন ড. আরিফাতুল কিবরিয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যায়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ ন ম শরীফ। ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস. আর. হিলালী ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার মোহাম্মদ কামরুল হাসানসহ বিশিষ্ট শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউআইটিএস-এর সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট