চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

আন্জুমানে রয্ভীয়া তৌছিফিয়ার ওরছে আ'লা হযরত স্মারক আলোচনায় বক্তারা

আ’লা হযরতের দর্শনে সুন্নীয়তের সঠিক দিক নির্দেশনা রয়েছে

২০ অক্টোবর, ২০১৯ | ১:১৫ পূর্বাহ্ণ

আ’লা হযরত ইমাম আহমদ রেযা (রা.) ব্রিটিশ বিরোধী আন্দোলনের পথিকৃত ছিলেন। তাঁর রচিত দেড় সহস্রাধিক গ্রন্থের মধ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের দিক নির্দেশনা মূলক স্বতন্ত্র গ্রন্থটি এক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে।

গত শুক্রবার বিকালে আন্জুমানে রয্ভীয়া তৌছিফিয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের আয়োজনে চট্টগ্রাম সরকারি টেকনিক্যাল কলেজ রোডস্থ সিটি খানকাহ শরীফে অনুষ্ঠিত ১০১ তম ওরছে আ’লা হযরত স্মারক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। আন্জুমানের নির্বাহী চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ সাদেকুর রহমান হাশেমীর সভাপতিত্বে এবং দপ্তর সচিব এইচ.এম. নেজাম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওরছে পাকে প্রধান অতিথি ছিলেন মুফতি আ’যম হিন্দ (রা.)’র সুযোগ্য খলিফা আল্লামা আজিজুল হক রেজভি। প্রধান বক্তা ছিলেন আল্লামা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আল কাদেরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আন্জুমানের সহ সভাপতি আল্লামা ওবায়দুন নাছের নঈমী। আলোচনায় অংশ নেন সৈয়দ জহিরুল ইসলাম নাঈম, মুহাম্মদ আলী, হাফেজ শাহ আলম নঈমী, মাওলানা শামসুল আলম নঈমী, মুহাম্মদ আলী সিদ্দিকী, মাওলানা এয়াছিন রেজভি, মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ নিজাম উদ্দীন রেজভি, মাওলানা আবু ফয়েজ, মাওলানা নূরুল আবছার রেজভি, জাহাঙ্গীর আলম সিকদার, মুহাম্মদ আলমগীর, প্রফেসর নুরুল হুদা, মাওলানা নুরুল আমিন রেজভি, মাওলানা লুৎফর রহমান, মুহাম্মদ করিম উদ্দীন, মাওলানা হেলালুদ্দীন, মুহাম্মদ হাসান, মাওলানা ইলিয়াছ রেজভি, লোকমান আকবর চৌধুরী, আহাদ উদ্দীন সোহেল, মুহাম্মদ জাহেদ, আবু তৈয়ব, নিজাম উদ্দীন সবুজ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট