চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

শাকপুরার রাস মহোৎসব গৌরব ও ঐতিহ্যের : প্রকৌশলী প্রবীর সেন

২০ অক্টোবর, ২০১৯ | ১:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের (বিতরণ) প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেছেন, বাংলাদেশের আদি রাসস্থলী চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী শাকপুরা রাস মহোৎসব। ১৯৫৬ সালের শারদ পূর্ণিমা তিথিতে রাসলীলা স্মরণে শাকপুরা পল্লীতে সূচনা হয় ঐতিহ্যবাহী এই রাস মহোৎসবের। শাকপুরার রাস মহোৎসব গৌরব ও ঐতিহ্যের। এবার ৬৫তম বর্ষে পদার্পণ করবে এই উৎসব। তিনি গত ১৬ অক্টোবর দুপুরে শাকপুরা রাস মহোৎসব ও রাসমেলা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে আগ্রাবাদ পিডিবি কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন। মতবিনিময়কালে পরিষদ নেতৃবৃন্দ শ্রীবিগ্রহের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রাসবিহারী ধামের ৬৪তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত রাস মহোৎসবের চারদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা তুলে ধরেন। এসময় তিনি রাস মহোৎসবে সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন রাস মহোৎসব উদ্যাপন পরিষদের কার্যকরী সভাপতি জনার্দ্দন চৌধুরী (রঘু), রাসবিহারী ধাম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চৌধুরীর (টাংকু), রাস মহোৎসব উদ্যাপন পরিষদের প্রকৌশলী ছোটন চৌধুরী, উৎসব কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক ছোটন কান্তি বোস, শাকপুরা ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুবীর কান্তি দাশ, প্রকৌশলী সাবু বড়–য়া প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট