চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

প্রাণের উচ্ছ্বাসে কচিকাঁচার মিলনমেলা

২০ অক্টোবর, ২০১৯ | ১:১৫ পূর্বাহ্ণ

জমকালো আয়োজনে শেষ হলো কিড্স আইটি সেন্টারের আয়োজন। প্রতিষ্ঠানের নিজস্ব সেন্টারের হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও বিকেলের মধ্যেই পুরু সেন্টার প্রাঙ্গণ কোনায় কোনায় পরিপূর্ণ হয়ে যায়। কিড্স আইটি সেন্টারের শিক্ষার্থী এবং রামু ক্যান্টনমেন্টের তৃতীয় শ্রেণির ছাত্র-ছাত্রী রুবায়েদ আজাদ তাজবীদের কোরআন তিলওয়াত ওহোজাইফা মাহা’র কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সেন্টারের সিনিয়র ট্রেইনার শামীমা আলীর উপস্থাপনায় ও সেন্টারের পরিচালক আব্দুল ওয়াহিদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলার গুণীজন, সিনিয়র আইনজীবী, প্রবীণ কবি ও সাহিত্যিক এডভোকেট আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ সিরাজুল মোস্তফা, শিল্পী রায়হান উদ্দিন, সিনিয়র আইনজীবী সলিমুল্লাহ বাহাদুর, সহকারী অধ্যাপক মোহাম্মদ কাশেম। অনুষ্ঠানের প্রথম পর্বে সেন্টারের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট বিতরণ করা হয় দ্বিতীয় পর্বে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে সার্টিফিকেট ও উপহার বিতরণ করা হয় এবং শেষ পর্বে র‌্যাফেল-ড্র বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট