চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে কঠিন চীবর দান

পূর্বকোণ প্রতিনিধি, রাঙামাটি

২০ অক্টোবর, ২০১৯ | ১:০১ পূর্বাহ্ণ

পঞ্চশীল গ্রহণ ও ধর্মীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিস্থ আসামবস্তী বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে রাঙামাটি বড়–য়া জনকল্যাণ সংস্থার উদ্যোগে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি।

স্থানীয় বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও রাঙামাটি বড়–য়া জনকল্যাণ সংস্থার উদ্যোগে ২০তম দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আয়োজিত ধর্মসভায় পুণ্যার্থীদের উদ্দেশে ধর্মদেশনা প্রদান করেন পশ্চিম গহিরা শান্তিধাম বৌদ্ধ বিহার অধ্যক্ষ, ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথেরো। ধর্মসভায় পার্বত্য ভিক্ষু সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সংঘরাম বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরোর সভাপতিত্বে ধর্মসভায় উপস্থিত ছিলেন সংঘরাম বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ধর্মর্কীতি মহাথেরো, ধর্মচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পাঞাবংশ মহাথেরো, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও রাঙামাটি বড়–য়া জনকল্যাণ সংস্থার সভাপতি ডা. সুপ্রিয় বড়–য়া, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের সহ-সভাপতি রণজিৎ কুমার বড়–য়া প্রমুখ। সভা পরিচালনায় ছিলেন বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও রাঙামাটি বড়–য়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক উদয়ন বড়–য়া। মঙ্গলাচরণ পাঠ করেন বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ করুনাপাল ভিক্ষু।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট