চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গ্রাম ডাক্তাররা দরিদ্র মানুষের বিপদের বন্ধু : আবু তৈয়ব

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

২০ অক্টোবর, ২০১৯ | ১:০১ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব বলেছেন, গ্রাম ডাক্তাররা গ্রামের দরিদ্র মানুষের বিপদের বন্ধু। তাদের সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।

ফটিকছড়ির গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ তার সাথে নানা সমস্যা নিয়ে দেখা করতে গেলে তাদের উদ্দেশে গত ১৭ অক্টোবর তিনি একথা বলেন। চিকিৎসা ক্ষেত্রে গ্রাম ডাক্তারদের আরো যত্নবান হওয়ার পরামর্শও দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. স্বপন কুমার দত্ত, এস কে রায় নান্টু, মিজানুর রহমান, নুরুল আলম, মহিউদ্দিন, সুজন শীল, বিশ্বনাথ দে, আইয়ুব খান, সুমন দেবনাথ, পিন্টু রায় চৌধুরী, মো.আবুল কালাম, সিরাজুল ইসলাম, ইকবাল হোসেন ইমন, নিতাই চন্দ্র নাথ, সুজন নাথ, ভুবন শীল প্রমুখ। গ্রাম ডাক্তাররা তাদের বিরুদ্ধে প্রশাসনের মোবাইল কোর্টসহ নানা হয়রানির কথা তুলে ধরেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট