চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

মধ্যরাতে চট্টগ্রামের দু’টি মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০১৯ | ১০:৫৭ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালি থানার জুবিলী রোডে পাশাপাশি অবস্থিত জহুর হকার্স ও জালালাবাদ মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি ইউনিট। ভোর পৌনে ৬ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকানের ভিতরের কাপড়ের স্তুপে আগুন রয়ে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন পূর্বকোণকে জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট পাঠানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। এ মার্কেটে প্রচুর কাপড়ের দোকান, টেইলার্স রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানানো হবে বলেও জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন।

তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, অতীতেও এসব মার্কেটে অগ্নিকাণ্ড হয়েছে। প্রতিবারই আগুনের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা লুটপাট করেছে বলে অভিযোগ ওঠে। এবার আমরা লুটপাট যাতে না হয়, সেজন্য সতর্ক ছিলাম।আগুন লাগার খবর পেয়েই দুটি মার্কেটের সব প্রবেশপথ ঘিরে রাখা হয়। ফায়ার সার্ভিসের কর্মী এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন –

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট