চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চন্দনাইশ ছাত্র সমিতি চট্টগ্রাম’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৯ অক্টোবর, ২০১৯ | ৩:২৬ পূর্বাহ্ণ

চন্দনাইশ ছাত্র সমিতি চট্টগ্রাম’র উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে গত ১৭ অক্টোবর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সামাজিক সংগঠন সম্মাননা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংগঠনের পৃষ্ঠপোষক অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী’র সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন গিফারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের সাংসদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মুজিবুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি আবুল ফয়েজ, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি ও বিজিএমইএ’র পরিচালক এএম মাহবুব চৌধুরী, নাট্যজন অভিক ওসমান, রিহ্যাব চট্টগ্রাম ও চন্দনাইশ সমিতির সভাপতি আব্দুল কৈয়ুম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবু আহমেদ জুনু, মাহবুবুর রহমান শিবলী, শেখ টিপু চৌধুরী, চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামেলা খানম রুপা, যমুনা টিভি-চট্টগ্রাম’র ব্যুরো প্রধান জামসেদ রেহমান, লোকমান হাকিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন শিবলী, মো. বোরহান উদ্দিন, সাইফুদ্দিন হিরু, তানভীর আহমেদ ছিদ্দিকী, আব্দুল মন্নান হৃদয়, এনাম হোসেন হিরু, জাহেদুল ইসলাম, কপিল চৌধুরী, একেএম নাঈমুদ্দিন সায়েম, ইরফান সাদেক শুভ, মো. ইব্রাহিম, ইলিয়াস আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে জেএসসি, এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জনকারী প্রায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট সনদ দিয়ে সংবর্ধিত করে চন্দনাইশ ছাত্র সমিতি। এছাড়াও চন্দনাইশব্যাপী সামাজিক ক্ষেত্রে অবদান রাখা ৯টি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট