চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসকের বাজার মনিটরিং কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০১৯ | ১২:০১ পূর্বাহ্ণ

সিয়াম সাধনার মাস পবিত্র রমজান উপলক্ষে ভোক্তাসাধারণের স্বার্থরক্ষায় জনকল্যাণমুখী নানা কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জনসাধারণকে দৈনন্দিন চাহিদার অতিরিক্ত পণ্য ক্রয় না করে প্রয়োজন অনুসারে ক্রয় করার পরামর্শ প্রদান ও ব্যবসায়ীদের প্রয়োজনীয়তা সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়াসহ মেয়াদোত্তীর্ণ, অননুমোদিত ও নকল খাদ্যদ্রব্য/খাদ্য উপকরণ আমদানি, প্রক্রিয়াজাতকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রয়, বাজারে মূল্য তালিকা না টাঙানো, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করাসহ সব ধরণের অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে রবিবার (৫ মে) চট্টগ্রাম জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কালোবাজারী, মজুদদার, ভেজাল পণ্য বিক্রয়কারী, ভোগ্যপণ্য ক্ষতিকারক ফরমালিন/ কেমিক্যাল/ কৃত্রিম রং মেশানোর সাথে জড়িত ও অতিরিক্ত মুনাফা আদায়কারীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়। এছাড়াও কোন বাজারে বা মার্কেটে অনিয়ম, ছিনতাই, দুর্ঘটনা ও অপরাধ ঘটলে অভিযোগ বক্স, মোবাইলে ৩৩৩ ও ৯৯৯ নম্বরে নম্বরে কল করে অভিযোগ ও তথ্য পাঠানো যাবে। পাশাপাশি বাজার মনিটরিং কার্যক্রমকে গতিশীল রাখতে গোপন যেকোন তথ্য দিয়ে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান মোবাইল – ০১৭১৭২৩৪৫৫৭, মো. তৌহিদুল ইসলাম মোবাইল – ০১৭৪৮১২১৩০২, মাহফুজা জেরিন মোবাইল – ০১৬৭৫৪৪০২৩৯, মুশফিকীন নূর মোবাইল – ০১৭৩১২২৮৭৪৮, মো. আলী হোসাইন মোবাইল – ০১৭২০৩০২৩২১, সুরাইয়া ইয়াসমিন মোবাইল – ০১৭১৯৩০৪৯৭২ ও রেজওয়ান আফরিন মোবাইল – ০১৭১৬৪৮৮১০৫ নম্বরে সহায়তা করা যাবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট