চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

রাঙামাটিতে আইনশৃঙ্খলা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী

পার্বত্যাঞ্চলে যারা রক্তপাত ঘটাচ্ছে তাদের ভয়ঙ্কর দিন আসছে

রাঙামাটি অফিস, পূর্বকোণ প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০১৯ | ১:২৯ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যারা অযথা রক্তপাতের ঘটনা ঘটাচ্ছে, সামনে তাদের জন্য ভয়ঙ্কর দিন আসছে। যারা এ অঞ্চলে অবৈধ অস্ত্র দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, গুম করে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে খুব দ্রুত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। এসব দুষ্কৃতিকারীদের কঠোরভাবে দমন করা হবে। তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। গত বৃহস্পতিবার তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে রাঙামাটিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইন্সটিটিউট মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি’র সভাপতিত্বে উচ্চ পর্যায়ের সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব কামাল উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারি, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুর ইসলাম, র‌্যাব’র মহাপরিচালক মেজর জেনারেল ড. বেনজির আহমেদ, চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরি চৌধুরী ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। এসময় বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনুসহ সভায় তিন পার্বত্য জেলার উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কারবারিসহ নারী প্রতিনিধিবৃন্দ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট