চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফুরফুরে মেজাজে আওয়ামী লীগ বোয়ালখালী

সেকান্দর আলম বাবর, বোয়ালখালী

১৯ অক্টোবর, ২০১৯ | ১:২৮ পূর্বাহ্ণ

উপজেলার কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ১৪ অক্টোবর সম্পন্ন হয়েছে। এতে বিএনপি প্রার্থী না থাকলে বিএনপি ও জামায়াতের দলীয় নির্দেশনা ছিল নৌকার বিপরীতে মোটর সাইকেল প্রতীকে কাজ করার। এটি বিএনপি জামায়াত অধ্যুষিত এলাকা বলে দীর্ঘসময় ধরে জনশ্রুতি রয়েছে। বর্তমান সরকারের আমলে গত কয়েকটি নির্বাচন বিভিন্ন কারনে প্রশ্নবিদ্ধ হলে এ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে ছিল নানান প্রশ্ন। কিন্তু সবকিছু ভুল প্রমাণ করে কধুরখীলে অনুষ্ঠিত হওয়া নির্বাচন হয় অংশগ্রহণমূলক ও সুষ্ঠু। দিনভর ছিল না কোন প্রার্থীর কোন অভিযোগ। নির্বাচনের পুরোসময় কেউ বুঝতে পারেননি, কে হতে যাচ্ছেন চেয়ারম্যান, মেম্বার ? তবে ফলাফল ঘোষণায় দেখা যায়, জনগণ চেয়ারম্যান ও মেম্বারপদে তাদের পছন্দের প্রার্থীকে বেচে নিতে ভুল করেননি। চেয়ারম্যান পদে আ.লীগ, সাধারণ সদস্য পদে ৬ জন আ.লীগ, ৩ জন বিএনপির সমর্থক এ নির্বাচনে জিতেছে।

উপজেলা আ.লীগের সদস্য নুরুল আবছার বলেন, জনগণ যে আ.লীগের উপর আস্তা রেখেছে তার প্রমাণ কধুরখীলের নির্বাচন। একটি জালভোটও যেখানে দেয়ার সুযোগ হয়নি সেখানে বিপুল ভোটে নৌকার প্রার্থীর বিজয় আশার বাণী শোনাচ্ছে। উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাদা এসএম মিজানুর রহমান বলেন, কধুরখীলের নির্বাচন খুব কাছ থেকে দেখেছি। জনগণের ভেতরের অবস্থান বুঝতে কষ্ট হয়েছে। তবে ভোটের প্রতিফলন ঠিকই হয়েছে। এলাকাবাসী এখন আরও বেশি জননেত্রীর উপর আস্তাশীল। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মোকারম বলেন, এ এক অভূতপূর্ব বিজয়। জনগণ নিয়ে যারা কথা বলে তাদের জন্য উচিত জবাব। প্রতিটি ঘরে ঘরে আ.লীগ আর নৌকার উন্নয়নে জনগণ সন্তুষ্ট তা ব্যালটের মাধ্যমে প্রকাশ পেয়েছে। উপজেলা আ.লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী বলেন, এ বিজয়ে খোশ মেজাজে বোয়ালখালী উপজেলা আ.লীগ। দলকে সামনে এগিয়ে নিতে এটি অনুপ্রেরণা দেবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট