চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বাকলিয়ায় মাছ ব্যবসায়ী খুন

সদরঘাটে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০১৯ | ৬:৫৮ অপরাহ্ণ

নগরীর সদরঘাটে ‘সাবলেট’ হিসেবে ভাড়া থাকা নিয়ে দুটি পরিবারের দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে মো. হেলাল (২০) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। তাকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে ট্যাক্সিচালক রুবেলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সিএনজি অটোরিকশা চালিয়ে মা-বোনকে নিয়ে থাকতেন রুবেল। আজ শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে পশ্চিম মাদারবাড়ি যুগী চাঁদ মসজিদ লেনে এ ঘটনা ঘটে।

সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকী জানান, নিম্ন আয়ের তিনটি পরিবার একটি আধা পাকা বাড়ির কয়েকটি কক্ষের একটা বাসায় থাকেন। নিহত হেলালের সঙ্গে তার মা ও ছোট বোন থাকত। গ্রেপ্তার রুবেলের সঙ্গেও মা ও দুই বোন থাকে। এক দম্পতিও তাদের সঙ্গে ওই বাসায় থাকে।

ফজলুর রহমান আরো জানান, দুপুরে বাসার মধ্যে রুবেল তার দুই বোনকে মারধর করা অবস্থায় হেলালের বোন সেখানে থাকায় সেও রুবেলের হাতে মারধরের শিকার হয়। বিষয়টি দেখে হেলাল প্রতিবাদ করলে এক সময় তর্কাতর্কিতে রূপ নেয়। একপর্যায়ে রুবেল ছুরি দিয়ে হেলালকে আঘাত করে। পরে বাসার অন্যান্য লোকজন ও প্রতিবেশিরা মিলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে হেলাল মারা যায়।

পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ওই বাসায় গিয়ে রুবেলকে গ্রেপ্তার করে। এ সময় হত্যার সময় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট