চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

দেড়গুণ বেশি দামে পেঁয়াজ বিক্রি

পেঁয়াজের দামে লাগাম টানতে অভিযান, দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০১৯ | ৫:৩৯ অপরাহ্ণ

নগরীর রেয়াজউদ্দিন বাজারের দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মিয়ানমার ও ভারতের পেঁয়াজ ক্রয় মূল্যের চেয়ে দেড়গুণ বেশি দামে বিক্রির দায়ে তাদের জরিমানা করা হয়। আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকালে নগরীর রেয়াজউদ্দিন বাজার ও চকবাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান। অভিযানে মিয়ানমারের পেঁয়াজ কেজিপ্রতি ৪৮ টাকায় কিনে ৭৫ টাকায় বিক্রির দায়ে রেয়াজউদ্দিন বাজারের মেসার্স চাল ডাল ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং ভারতের পেঁয়াজ কেজিপ্রতি ৬৫ টাকায় কিনে ৯০ টাকায় বিক্রির দায়ে মেহরাজ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে চকবাজারে পণ্যের বিক্রয় মূল্য প্রদর্শন না করায় ব্যবসায়ীদের সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।

ব্যবসায়ীদের বারবার সতর্ক করার পরও ক্রয় মূল্যের চেয়ে অস্বাভাবিক বেশি মূল্যে পিঁয়াজ বিক্রি করায় এই জরিমানা করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তানভীর ফরহাদ শামীম। তিনি বলেন,  কারসাজির মাধ্যমে বাড়ানো পেঁয়াজের দামে লাগাম টানতে নগরীর প্রধান দুই কাঁচাবাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কেনা দামের চেয়ে দেড়গুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের এ কর্মকর্তা জানান, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে নগরীর কাঁচাবাজারগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট