চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

এম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩ দগ্ধ ৩

আনোয়ারায় মর্মান্তিক দুর্ঘটনা

নিজস্ব সংবাদদাতা হ আনোয়ারা

১৮ অক্টোবর, ২০১৯ | ২:৩৭ পূর্বাহ্ণ

আনোয়ারায় পিএবি সড়কে বাঁশখালীগামী রোগীবাহী একটি এম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সর্ম্পকে তারা শ^শুর, দু’জন পুত্রবধূ। এতে আরো তিনজন আগুনে দগ্ধ হয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) বিকেল আড়ায়টায় উপজেলার চাতরী চৌমুহনী বাজারের উত্তর পাশে বাঁশখালীগামী (চট্টমেট্রো-চ ১১-৪০৪৮) এম্বুলেসের সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লোকজন জড়ো হলে যানচলাচল এক ঘণ্টা বন্ধ থাকে।

নিহতরা হলেন, বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির মৃত খলিলুর রহমানের পুত্র মুফিজুর রহমান (৭০), একই পরিবারের কালাম হোসেনের স্ত্রী জয়নাব বেগম (২৮)। পরে গুরুতর আহত ছেলে সাহাব উদ্দিনের স্ত্রী বুলবুলি আক্তার (২৫) চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মারা যান। এছাড়া একই পরিবারের সাহাবউদ্দিন (২৭), নেজাম উদ্দিন (২০), ও চকরিয়া উপজেলার শামসুল আলমের ছেলে (এম্বুলেসের হেলপার) মোহাম্মদ মুন্না (২৫) আগুনে দগ্ধ হন। আহতদের স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আহতের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। ঘটনাস্থলে তাৎক্ষণিক আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরো ছুটে আসেন।

নিহতের ছেলে জয়নাল আবেদীন জানান, আমার বাবা শ^াস ও কোমরে হাড় ভাঙ্গার অপারেশন করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে বাড়িতে নেয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। এলাকায় পরিবারের শোকের মাতম চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চলন্ত অবস্থায় গাড়িটি শশী ক্লাবের সামনে আসলে গ্যাস সলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এসময় সড়কের উপরে গাড়িটি ঘুরতে থাকে। রাস্তা থেকে উপরে উঠে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় বাজারের লোকজন দৌড়ে ঘটনাস্থলে যান।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, এম্বুলেন্সটি রোগী বহন করছিল। এম্বুলেন্সে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট