চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়িতে মাছ ধরতে গিয়ে বাবার সামনেই কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা হ নাজিরহাট

১৮ অক্টোবর, ২০১৯ | ২:৩৭ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে মাছ ধরতে গিয়ে খালে ডুবে বাবার সামনে প্রসেনজিৎ দাশ (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে জাফতনগর ইউনিয়নের তেলপারইখালে এ ঘটনাটি ঘটে। নিহত প্রসেনজিৎ দাশ জাফতনগর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মধ্যম দাশ পাড়ার বাচা জলদাশের ছেলে এবং রাউজান উপজেলার গহিরা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক ব্যাচের ছাত্র ছিল।

জানা যায়, প্রসেনজিৎ বাবার সাথে বাড়ি থেকে ১কিলোমিটার উত্তরে তেলপারই খালে মাছ ধরতে যায়। তারা খালের বায়তুলহুদা মাদ্রাসা সংলগ্ন অংশে ছিলো। তার পিতা বাচা জলদাশ পানি থেকে জাল টানতেই ছেলে প্রসেনজিৎ নৌকা থেকে খালে পড়ে যায়। সাঁতার জানা ছেলেকে পানিতে পড়তে দেখে বাবা পানিতে ঝাঁপিয়ে পড়ে ডুব দিয়ে ছেলেকে খুঁজতে থাকে। মুহূর্তেই প্রসেনজিৎ পানিতে হারিয়ে যায়। পরে বাচা জলদাশের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে প্রসেনজিৎকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যাচ্ছিলনা প্রসেনজিৎকে। শেষতক দুপুর দেড়টার দিকে ডুবে যাওয়া স্থানের পাশে তার নিথর দেহ পাওয়া যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট