চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আগামী ২৪ ও ২৫ অক্টোবর ধুতাঙ্গ কুঠিরে কঠিন চীবর দানোৎসব

১৮ অক্টোবর, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

একুশ শতকের আলোকিত পূণ্য পুরুষ, বৌদ্ধকুলরবি, বিশ্ব শান্তির মূর্ত প্রতীক, বৌদ্ধ ধর্মের ক্রান্তিকালের উজ্জ্বল নক্ষত্র, মার্গ ও অমার্গ সর্ম্পকে জ্ঞাত, প্রতিসম্ভিদাসহ ষড়াভিজ্ঞ অর্হৎ অনুবুদ্ধ ভদন্ত শীলানন্দ স্থবির (ধুতাঙ্গ ভান্তে)’র প্রতিষ্ঠিত ও পরিচালিত রাউজান আবুরখীলস্থ ধুতাঙ্গ কুঠিরে আগামী ২৪ ও ২৫ অক্টোবর ২দিন ব্যাপী অনুষ্ঠিত হবে কঠিন চীবর তৈরি, মারবিজয়ী অর্হৎ উপগুপ্ত মহাস্থবিরের নবনির্মিত স্মৃতি চৈত্য উৎসর্গ, সংঘদান, অষ্টপরিস্কার দান ও ৫ম বারের মতো দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০১৯। প্রধান সদ্ধর্মদেশক প্রতিসম্ভিদাসহ ষড়াভিজ্ঞ অর্হৎ অনুবুদ্ধ ভদন্ত শীলানন্দ স্থবির (ধুতাঙ্গ ভান্তে) ২ দিনব্যাপী এই মহতী পূণ্যানুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট