চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

রাউজান সব সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপদ আবাস : ফজলে করিম

১৮ অক্টোবর, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার ১শ ৫০ বৌদ্ধ বিহারে চীবর দানোৎসব ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৮ হাজার টাকা করে সরকারি অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিহারের কর্মকর্তাদের হাতে এসব অর্থ তুলে দেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এতে সভাপতিত্ব করেন বিনাজুরী ইউপি চেয়ারম্যান সুকুমার বড়–য়া। অনুষ্ঠানে ফজলে করিম এমপি বলেন রাউজান সকল সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপদ আবাসস্থল। রাউজানে

সাম্প্রদায়িকতার স্থান নেই। সুমন কল্যান বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়–য়া, দুলাল কান্তি বড়–য়া, ত্রিদিপ বড়–য়া, ডক্টর প্রিয়দর্শী মহাথের, উপজেলা আওয়ামী লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, শাহ আলম চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি বিএম জসিম উদ্দিন হিরু, ডা. স্বপন বড়–য়া, সৈয়দ আবদুল জব্বার সোহেল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট