চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

চাচী ও চাচাতো বোনকে মারধর, শ্লীলতাহানি

রাউজান পৌরসভার একব্যক্তিকে চারমাস কারাদ-

নিজস্ব সংবাদদাতা হ রাউজান

১৮ অক্টোবর, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

আপন চাচী ও চাচাতো বোনকে মারধর এবং শ্লীলতাহানির মামলায় রাউজান পৌরসভার এক ব্যক্তিকে চারমাস কারাদ- দিয়েছে আদালত। কারাদ-প্রাপ্ত ব্যক্তি হলো রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া আইয়ুব চৌধুরী বাড়ির মৃত জামাল উদ্দিন চৌধুরীর ছেলে ওমর ফারুক চৌধুরী। বাদিপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন দোয়েল গতকাল (বৃহস্পতিবার) বিকেলে কারাদ- প্রদানের আদেশের বিষয়টি প্রকাশ করে বলেন, ‘গত ১৭ সালের ৭ জুলাই বেলা পৌনে ১টার দিকে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া আইয়ুব চৌধুরী বাড়ির হাফেজ জাহাঙ্গীর আলমের স্ত্রী ছায়ের বেগম (৫৪) ও তার মেয়ে আয়শা ছিদ্দিকাকে পূর্ব বিরোধের জের ধরে মারধর ও শ্লীলতানির চেষ্টা করে একই বাড়ির মৃত জামাল উদ্দিন চৌধুরীর ছেলে ওমর ফারুক চৌধুরী।

এই ঘটনায় চাচী ছায়েরা বেগম বাদি হয়ে একই সালের ৯ জুলাই রাউজান থানায় মামলা দায়ের করেন। রাউজান থানার মামলা নম্বর ৩ (৭) ও জি.আর. মামলা নম্বর ১১৫/২০১৭ইং। দীর্ঘদিন মামলাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম’ এ চলমান ছিল। সাক্ষী-প্রমাণ সাপেক্ষে ১১ অক্টোবর উক্ত মামলার রায়ের আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার। রায়ের কপি বর্তমানে আমার হাতে এসে পৌঁছেছে। আদেশে আসামি ওমর ফারুক চৌধুরীকে প্যানাল কোড ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত করে দুইমাস সশ্রম কারাদ-, ৫ শ টাকা অর্থদ-, অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদ- এবং একই সাথে প্যানাল কোড ৩৫৪ ধারায় দোষী সাব্যস্ত করে আরো দুইমাস এবং ৫’ শ টাকা অর্থদ- অনাদায়ে আরো ৫ দিন বিনাশ্রম কারাদ-সহ মোট ৪ মাসের কারাদ- দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সাজাপ্রাপ্ত আসামি এখন পলাতক রয়েছে’। এদিকে বাদি ছায়েরা বেগম অভিযোগ করে বলেছেন ‘ওই ঘটনার জের ধরে ‘এমডি ইসমাঈল হোসাইন, রাউজান’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার নামে এবং মেয়ে আয়শা ছিদ্দিকার নামে ও ছবি ব্যবহার করে বিভিন্ন অশালীন মন্তব্য করা হচ্ছে’। এ ব্যাপারে তিনি বাদি হয়ে রাউজান থানায় গত ৩ জুলাই জিডি করেছেন বলে জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট