চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

ফটিকছড়িতে র‌্যাবের অভিযান ৫ লক্ষ ৬০ হাজার পিস সিগারেট উদ্ধার : আটক ১

নিজস্ব সংবাদদাতা হ নাজিরহাট

১৮ অক্টোবর, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজারে র‌্যাব-৭ এর অভিযানে শুল্ক ফাঁকি দেওয়া এবং এন আর বি ব্যান্ড জাল করা ৫ লক্ষ ৬০ হাজার পিস সিগারেট উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে এই অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের মুহাম্মদ ইউনুসের ছেলে মুহাম্মদ বেলাল উদ্দিনকে (৫০) আটক করা হয়েছে। উদ্ধারকৃত সিগারেট সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম কাস্টমস এন্ড ভ্যাট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়। জানাগেছে, র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফটিকছড়ি থানাধীন বিবিরহাট বাজারের জানে আলম কমপ্লেক্সের নিচ তলায় মুমু এন্টারপ্রাইজের ভিতর শুল্ক ফাঁকি দেওয়া এবং এন আর বি ব্যান্ড জাল করা বিপুল পরিমাণ সিগারেট মজুদ রয়েছে। এমন খবরে র‌্যাব-৭ এর একটি দল চট্টগ্রাম কাস্টমস এন্ড ভ্যাট এর সরকারী রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাদিয়ার রহমানের সহায়তায় বর্নিত স্থানে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামির দোকানের গোডাউন তল্লাশি করে শুল্ক ফাঁকি দেওয়া এবং এন আর বি ব্যান্ড জাল করা ৫ লক্ষ ৬০ হাজার পিস সিগারেট উদ্ধার করা হয়। র‌্যাব ৭ এর সহকারী পরিচালক (মিড়িয়া) মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন জানান, উদ্ধারকৃত শুল্ক ফাঁকি দেওয়া এবং এন আর বি ব্যান্ড জাল করা সিগারেটের আনুমানিক মূল্য ৫৬ লক্ষ টাকা। এব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট