চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ইউপিডিএফের রাজনীতি নিষিদ্ধের দাবি

দীঘিনালায় পাহাড়ি ছাত্র পরিষদ ও যুব সমিতির বিক্ষোভ সমাবেশ

১৮ অক্টোবর, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসীত পন্থী) ইউপিডিএফ’র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এম এন লারমা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ ও যুব সমিতি। গত বুধবার সকালে খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফের অপপ্রচার ও গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

এ উপলক্ষে উপজেলার লারমা স্কোয়ার থেকে যুব সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদ যৌথভাবে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর ও শান্তিপুর হয়ে দীঘিনালা সরকারি কলেজ মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। দীঘিনালা উপজেলা শাখা পাহাড়ি ছাত্র পরিষদ সভাপতি সুনেন্টু চাকমার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সমাবেশে এমএন লামরা সমর্থিত পিজেএসএস নেতা সমীর চাকমা। প্রসীত পন্থী ইউপিডিএফকে স্বাধীনতা ও পার্বত্য চুক্তিবিরোধী সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, তথাকথিত এ সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা একের পর এক খুন ও অপহরণের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাই পার্বত্য চট্টগ্রামে প্রসীত পন্থী ইউপিডিএফের রাজনীতি নিষিদ্ধ করার বিকল্প নেই। তিনি বলেন, প্রসীত পন্থীদের কর্মকা- দেশ ও জাতির স্বার্থবিরোধী। পাহাড়ের শান্তি ও সম্প্রীতির স্বার্থে প্রসীত পন্থী ইউপিডিএফকে প্রতিহত করার জন্য সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব সমিতির সহ-সভাপতি জ্ঞান চাকমা, উপজেলা সাংগঠনিক সম্পাদক সমীরন চাকমা ও দীঘিনালা ডিগ্রি কলেজ শাখা পাহাড়ি ছাত্র পরিষদ সভাপতি সুবরন চাকমা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট