চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘লক্ষাধিক নগরবাসীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে চসিক’

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০১৯ | ৪:২২ অপরাহ্ণ

সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর আমলে চসিকের স্বাস্থ্য বিভাগের সুনাম দেশের গণ্ডী ছাড়িয়েছিল, তবে এর পরের মেয়রের আমলে তা দুর্নামে পরিণত হয় জানিয়ে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আমি সুনাম পুনরুদ্ধারে পরিকল্পনা নিই। নগরবাসীর আস্থা তৈরি হয়। ক্রমে সেবাগ্রহীতার সংখ্যা বাড়ছে। আন্দরকিল্লার চসিক আব্দুস ছত্তার মিলনায়তনে আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) স্বাস্থ্য বিভাগের ৪ বছরের অগ্রগতি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মেয়র বলেন, লক্ষাধিক নগরবাসীকে সুলভ বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে চসিক। দায়িত্ব নেয়ার ৪ বছর ৩ মাস সময় অতিক্রম করছি আমরা। নগরীর ১৪ লাখ ৪০ হাজার দরিদ্র বা হতদরিদ্র মানুষ আছেন। ৩০ টাকা থেকে ফি কমিয়ে ১০ টাকা করেছি চসিক জেনারেল হাসপাতালে। এটা নিয়ে বড় পরিকল্পনা আছে আমার।

চসিকের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র নিছার আহমদ মনজু, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী প্রমুখ।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট