চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হাটহাজারীতে মাংসের দোকানে ছদ্মবেশে ইউএনও

পূর্বকোণ ডেস্ক

৯ মে, ২০১৯ | ৫:২৭ অপরাহ্ণ

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে তিন মাংস বিক্রেতাকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের নেতৃত্বে হাটহাজারী বাসস্ট্যান্ড ও বাজারের মাংসের দোকানে এ অভিযান চালানো হয়। এ সময় আটকদের একজনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। বাকি দুজন এখনো পুলিশি হেফাজতে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ‍রুহুল আমিন জানান, বাস স্ট্যান্ড এলাকার দুই দোকানে ছদ্মবেশে মাংস কিনতে গেলে প্রথমজন ৭০০ টাকা দাম দেয়। অপর দোকানি বলেন, আপনাকে ৫০ টাকা সম্মান করবো, একদাম ৬৫০ টাকা। এরপর ছদ্মবেশ খুলে ফেললে মাংস বিক্রেতা মুহূর্তেই অবাক হয়ে যান। সাথে সাথে সে মাংসের দাম কমিয়ে দেয়।

তিনি আরো বলেন, রমজানে মাংসের বাড়তি চাহিদাকে পুঁজি করে গরুর মাংসের দাম বাড়তে থাকায় তিনদিন আগে তাদের সঙ্গে বৈঠকে ৫০০ থেকে ৫৭০ টাকায় মানভেদে মাংস বিক্রি করবেন বলে সিদ্ধান্ত হয়েছিল। তারপরও তারা সেটি মানছেন না, এমন অভিযোগের ভিত্তিতে সত্যতা জানতে ছদ্মবেশে এ অভিযান চালানো হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট