চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালত ৩ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস, জরিমানা আদায়

নিজস্ব সংবাদদাতা হ রাঙ্গুনিয়া

১৭ অক্টোবর, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও ভেজাল ওষুধ জব্দে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার রাণীরহাট বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে ৩ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ড্রাগ আইনে চার ফার্মেসি মালিককে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এই অভিযান চালান। অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রামের ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার কামরুল ইসলাম ও রাঙ্গুনিয়া থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও ভেজাল ওষুধ বিক্রি বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার রাণীরহাট বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও ভেজাল ওষুধ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। চারটি ফার্মেসির মালিককে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ওষুধ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মো. মাসুদুর রহমান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট