চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ব্যবসায়ীদের মানববন্ধনে বক্তারা মিরসরাই হক সুপার মার্কেটে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে

১৭ অক্টোবর, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

মিরসরাই পৌরসদরস্থ ঢাকা-চট্টগ্রাম সহাসড়কে হক সুপার মর্কেট ব্যবসায়ী সমিতির এক মানববন্ধন ও সমাবেশ গতকাল বুধবার বেলা সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়। মিরসরাই সদরের কাঁচা বাজার সংলগ্ন হক সুপার মার্কেটে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে হক সুপার মর্কেট সম্মুখে ব্যবসায়ীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউসুফ সওদাগর। রাসেল মাহমুদের পরিচালনায় সমাবেশে ব্যবসায়ীরা বলেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনবার হক সুপার মার্কেটে হামলা চালিয়েছে একটি মহল। গত ১৪ অক্টোবর পৌর মেয়র গিয়াস উদ্দিনের নেতৃত্বে মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধনে আগতরা হক মার্কেটে হামলা ও ভাংচুর করে লাখ লাখ টাকার ক্ষতিসাধন করে। এর আগে ১ অক্টোবর মার্কেটটির সিঁড়ি ও গ্রিল ভেঙ্গে ফেলার পরিপ্রেক্ষিতে পরের দিন ভুক্তভোগী দোকানদাররা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে। বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির নুরুল আলম, মাধা নাথ, রুবেল হোসেন, ইকবাল হোসেন, জাহিদুল ইসলাম প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট