চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ভ্রাম্যমাণ আদালতের অভিযান ফটিকছড়িতে ভুয়া ডাক্তারকে ১৫ দিনের জেল

নিজস্ব সংবাদদাতা হ নাজিরহাট

১৭ অক্টোবর, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

ফটিকছড়ি পৌর সদরের বিবিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া এক হোমিওপ্যাথিক ডাক্তারকে ১৫ দিনের জেল দেয়া হয়েছে। সেই সাথে মোটরযান আইন, ঔষধ আইন ও স্থানীয় সরকার পৌরসভা আইনে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নগদ অর্থ দ-ে দ-িত করা হয়েছে। গতকাল বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীন এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে বাজারের গরু হাটার রাজেস্ব হোমিওপ্যাথিক চিকিৎসালয়ের তথাকথিত চিকিৎসক উত্তম কুমার দাশকে ঔষধ আইন ১৯৪০ এর ১৮ ধারা লঙ্ঘনে ২৭ ধারায় ও নিজের সঠিক ডাক্তারি সনদ দেখাতে না পারায় তাৎক্ষণিক ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। এছাড়া ঔষধ গুণগত মান সম্পন্ন না হওয়ায় তুরাব ফার্মেসির মালিক মুহাম্মদ নাছিরকে নগদ ১০ হাজার টাকা, মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে গাড়ীর ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারায় নগদ ১ হাজার টাকা অর্থদ-, মুহাম্মদ শহিদুল আলমকে ফুটপাত অবৈধ দখল করে ব্যবসা করার দায়ে নগদ ২ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়। অভিযানে উপজেলার উপ-সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জানে আলম, চট্টগ্রাম জেলা ঔষধ তত্ত্বাবধায়ক হুসাইন মুহাম্মদ ইমরানসহ থানা পুলিশ সাথে ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট