চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কিশোরীর ‘অশ্লীল ছবি’ নেটে ছড়ানোর হুমকির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০১৯ | ১:৪০ পূর্বাহ্ণ

ফেসবুকে কিশোরীর সঙ্গে সম্পর্ক। অতঃপর ইন্টারনেটে ‘অশ্লীল ছবি’ ছড়ানোর হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন ওই কিশোরীর আপন খালু। মূলত খালুই নিজের পরিচয় গোপন করে কিশোরীর সঙ্গে সম্পর্ক তৈরি করে বলে জানিয়েছে পুলিশ। পাহাড়তলী থানা পুলিশ জানিয়েছে মঙ্গলবার ঘটনার শিকার কিশোরীর খালুসহ তিনজনকে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি মোবাইল সেট, যেখানে ওই কিশোরীর ব্যক্তিগত বিভিন্ন আপত্তিকর

ছবি পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত তিন জন হলেন খালু জামাল হোসেন (৩০) এবং তার দুই বন্ধু তানভীর আহমেদ রিপন (২৬) ও মো. রাজীব (২৩)। ওই ঘটনার শিকার কিশোরী নগরীর পাহাড়তলী থানা এলাকার একটি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান পূর্বকোণকে বলেন, ‘এ ঘটনায় কিশোরীর মায়ের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তিন জনকে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট