চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জুট জিও টেক্সটাইলের কার্যকারিতা ও ব্যবহার বৃদ্ধিকরণ সেমিনার

১৭ অক্টোবর, ২০১৯ | ১:২১ পূর্বাহ্ণ

১৬ অক্টোবর বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) এর উদ্যোগে গতকাল বুধবার বিজেএমসি’র কনফারেন্স কক্ষে জুট জিও টেক্সটাইলের কার্যকারিতা ও ব্যবহার বৃদ্ধিকরণ বিষয়ক এক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। সেমিনারে সভাপতিত্ব করেন বিজেএমসি’র চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ নাছিম। সেমিনারে জুট জিও টেক্সটাইল বিষয়ক মূল প্রবন্ধক উপস্থাপন করেন অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, বুয়েট ও সদস্য, পিএসসি। সেমিনারে জুট জিও টেক্সটাইলের এর সর্বাধিক ব্যবহার নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, পাট গবেষণা ইনিস্টিটিউট, জেডিপিসি, সড়ক পরিববহন ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পার্বত্য চট্ট্রগাম উন্নয়ন বোর্ড, বাংলাদেশ সেনাবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেতু কর্তৃপক্ষ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সড়ক পরিববহন ও সেতু মন্ত্রণালয়, পাট অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়) প্রতিনিধিগণ এবং বিজেএমসির পরিচালকবৃন্দ ও অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট