চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মা ও শিশু হাসপাতালে ব্রেস্ট ক্লিনিক উদ্বোধন

১৭ অক্টোবর, ২০১৯ | ১:২০ পূর্বাহ্ণ

ব্রেস্ট (স্তন) ক্যান্সার সচেতনতা-মাস অক্টোবর উদযাপন উপলক্ষে গত বুধবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অনকোলজি বিভাগে ব্রেস্ট (স্তন) ক্লিনিক উদ্বোধন করা হয় এবং ব্রেস্ট (স্তন) ক্যান্সার সচেতনতা বিষয়ক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট প্রফেসর (ডা.) এম এ তাহের খানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা ও শিশু ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক ও বিশেষ অতিথি ছিলেন ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট বাস্তবায়ন কমিটির কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এম আবু তৈয়ব। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বেসরকারি পর্যায়ে শীর্ষস্থানীয় একটা সেবা প্রতিষ্ঠান। ক্যান্সার হাসপাতাল বাস্তবায়নের লক্ষ্যে অত্র হাসপাতালের অনকোলজি বিভাগকে আরো সমৃদ্ধ ও সম্প্রসারিত করে হাসপাতাল এ ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত মহিলাদের যাতে প্রথম কিংবা দ্বিতীয় স্টেজে রোগ নির্ণয় করে দ্রুত চিকিৎসা সেবা দেয়া যায় তজ্জন্য আজকের ব্রেস্ট ক্লিনিক উদ্বোধন একটি মাইলফলক। বিশেষ করে মহিলাদের বিশেষ সেবা দানের ক্ষেত্রেও এটি যুগান্তকারী ভূমিকা পালন করে যাবে বলে আমার বিশ^াস। তাছাড়া অত্র হাসপাতালের সার্বিক উন্নতি সাধনের নিমিত্তে এই সেবা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন একটি মাত্র মহৎ উদ্দেশ্যে তা হলো- রোগী হওয়ার পর চিকিৎসা শুধু নয় রোগী না হওয়ার লক্ষ্যে কিভাবে রোগীদের সচেতন করে তোলা যায় তার প্রতিবিধান করা। ব্যপক গণসচেতনতা সৃষ্টির বিষয়ে আপনাদের সবার যে আন্তরিকতা এবং এ ধরনের মহতী উদ্যোগ তার জন্য সবাইকে সাধুবাদ জানাই।

স্বাগত বক্তব্য রাখেন ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ ডা. জেসমিন বেগম।

বিশেষ অতিথি তাঁর বক্তব্যে ক্যান্সার হাসপাতালের জন্য ম্যামোগ্রাফি মেশিন ক্রয় করে দিবেন মর্মে অঙ্গীকার করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস- প্রেসিডেন্টএস এম মোরশেদ হোসেন, ডা. এম মাহফুজুর রহমান, জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডা. মো. আরীফুল আমীন, ট্রেজারার ও ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট বাস্তবায়ন কমিটির মেম্বার সেক্রেটারি মো. রেজাউল করিম আজাদ ও হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নুরুল হক। অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. শেফাতুজ্জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতাল কার্যনির্বাহী কমিটির ডোনার মেম্বার ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কুতুব উদ্দিন, জাহিদুল হাসান, জাকির হোসেন তালুকদার, খায়েজ আহমদ ভূঁইয়া, অটিজম এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার এর পরিচালক প্রফেসর ডা. মাহমুদ এ চৌধুরী (আরজু), চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. অসীম কুমার বড়–য়া, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. জালাল উদ্দিন, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. রেজাউল করিম, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শেখ মোহাম্মদ হাসান মামুন, অবস্ এন্ড গাইনি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) সিরাজুন নূর (রোজী), সহযোগী অধ্যাপক ডা. তাহেরা বেগম, উপ-পরিচালক (প্রশাসন) ডা. এ কে এম আশরাফুল করিম, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. রজত শংকর রায় বিশ্বাস, হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সামিরা তৌফিক রেশমা, শিশু কার্ডিওলজিস্ট ডা. ফারাহ চৌধুরী প্রমুখ -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট