চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণঅধিকার ফোরাম চান্দগাঁও’র লিফলেট বিতরণ

১৭ অক্টোবর, ২০১৯ | ১:১০ পূর্বাহ্ণ

গণঅধিকার ফোরাম চান্দগাঁও থানা শাখার উদ্যোগে ৬নং পূর্ব ষোলশহর, রাহাত্তারপুল কেবি আমান আলী রোড, উমর আলী মাতব্বর মহল্লা, বাড়াইপাড়ায় চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ ৬২% পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার লিফলেট বিতরণের পূর্বে ওয়াসার পানির গ্রাহকদের এক সভা উমর আলী মাতব্বর মহল্লায় ফোরামের যুগ্ম মহাসচিব জাফর আহমদের বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে গণঅধিকার ফোরামের মহাসচিব এম.এ হাশেম রাজু বলেন, কাল বিলম্ব না করে স্থানীয় মন্ত্রণালয়ে ওয়াসা কর্তৃপক্ষের পাঠানো ৬২% পানির মূল্য বৃদ্ধির প্রস্তাব অবিলম্বে প্রত্যাহার করে নিয়ে আসুন। যদি ওয়াসার গ্রাহকদের সাথে আলোচনা না করে অযৌক্তিক পানির মূল্য বৃদ্ধি করা হয়, তাহলে ৭০ লক্ষ নগরবাসীকে নিয়ে আন্দোলন করা হবে। গণঅধিকার ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাউন্সিলর দোস্ত মোহাম্মদের সভাপতিতে এবং আবু সৈয়দ রাশেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ নুরুন্নবী, ওমর ফারুক, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ফজল কবির, জয়নাল আবেদীন, নুরুদ্দিন, আবু তাহের, মোহাম্মদ নাছির, আবদুল বরাত, স্থানীয়দের পক্ষে নুরুল আবছার, মোহাম্মদ মুন্না, হাজী আবদুর রহমান, আবদুল করিম, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট