চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চবি মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিশ^ মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

১৭ অক্টোবর, ২০১৯ | ১:১০ পূর্বাহ্ণ

‘মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বিশ^ মানসিক স্বাস্থ্য দিবস ২০১৯ উপলক্ষে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে গতকাল ১৬ অক্টোবর সকাল ১০ টায় চবি প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি উদ্বোধন করেন চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান।

বিভাগের সভাপতি লাইলুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালিতে অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম, সহকারী প্রক্টর মরিয়ম ইসলাম, বিশ^বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং উক্ত বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। উল্লেখ্য, বিশ^ মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে চবি মনোবিজ্ঞান বিভাগ আয়োজিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, সাইকোলজিক্যাল টেস্ট ও কর্মশালা।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট